নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম শুভ জন্মদিন উদযাপন করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে শুক্রবার বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের খলিল মোল্লা মার্কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
বক্তারা এসময় বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সৃদৃঢ় নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় সমথর্ন করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মহাবুবা পারভীন, আবুল হোসেন, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুর রবি খান সজীব, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজিজুল হক শিশির, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোজাম্মেল মিয়া, সাংগঠনিক সোহরাব হোসেন, ধামরাই উপজেলা সহ সভাপতি মজনু মিয়া সহ ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতাকর্মী বৃন্দ।