নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক, সূবর্ণ নাগরিক কার্ড, তৃতীয় লিঙ্গের প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসময় আরও বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মেধা শূণ্য করতে চেয়েছিলো তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকার কথাও বলেন তিনি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলি জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।