নিজস্ব প্রতিবেদক, সাভারঃ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাভারে কোন বিএনপি নেতাকর্মীদের মাঠে উপস্থিতি দেখা যায়নি।
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও হরতালবিরোধী মিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১টার দিকে সাভার উপজেলা চত্ত্বর থেকে মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে হরতাল বিরোধী গাড়ী ও মোটরসাইকেল মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনী, উলাইল, ব্যাংকটাউন, ফুলবাড়িয়া, হেমায়েতপুর, বলিয়াপুর, আমিনবাজার বাসস্ট্যান্ড ঘুরে গাবতলী পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় সাভার এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা নেতা কর্মীদের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আমরা সাভারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছি। যাতে বিএনপি আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করতে না পারে। আমরা সাধারন জনগনের জানমাল রক্ষার্থে বিএনপি জামাতকে প্রতিহত করতে আমরা সব সময় প্রস্তুত আছি।
হরতাল বিরোধী মিছিলে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হকার্স লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।