নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্যে, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি দীর্ঘ মিছিল ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিন করে।
উন্নয়ন সমাবেশে ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে টেকসই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা রোধ করতে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আবার আগুন সন্ত্রাস করার চেষ্টা করছে। যা জনসাধারন কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে রাজপথে থাকতে হবে।
সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, বিএনপি জামাতের লোকজন দেশকে অস্থিতিশীল করতে আবার জনগনকে জিম্মি করতে চায়। জনগন কখনো তাদের দুরভিসন্ধিমূলক কর্মকান্ডকে সমর্থন করে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগনের জানমাল রক্ষার জন্য রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আরওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জি,এস মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।