নিজস্ব প্রতিবেদকঃ সাভারে নব নির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের উদ্বোধন সাভারে নব নির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভার্চুয়ালি যোগদিয়ে দিয়ে তিনি এর উদ্বোধন করেন। স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মানের দায়িত্বে ছিল গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা, উপপরিচালক, পরিকল্পনা ও গবেষণা এবং অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট ডাঃ মীর মোবারক হোসেন (দিগন্ত), সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান,সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সাভার পৌরসভা মেয়র হাজী আবদুল গণি, সাভার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ আরও অনেকে।