নিজস্ব প্রতিবেদকঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে জনসাধারণ ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরের আলম সিদ্দিকী নিউটন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব আহমেদ, বনগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল ইসলাম সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হকার্স লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।