নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার মজুদ ও রিফিল করার গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেন হতাহতের ঘটনা না ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার শিকদার পাড়া মহল্লায় মো. মিরাজের ভাড়া নেওয়া গুদামে এই বিস্ফোরনের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, আমাদের বাসার পাশেই এই কারখানায় বড় বড় সিলিন্ডার রাখে। আমি মাঝে মাঝে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরতে দেখছি। ভোরে হঠাৎ বিকট আওয়াজে সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে৷ এসময় পুরো গুদাম দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনে আশপামের বাড়িঘর, বিদ্যুৎ লাইন, দোকানপাটেও ব্যাপক ক্ষতি হয়েছে।
জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, ভোরে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ২৫-৩০ ফুট দৈর্ঘ্যের সিলিন্ডার মজুদকৃত টিনশেড গুদামটি পুড়ে যায়। ৩০/৪০ টি ডাবল ও সিঙ্গেল পার্টের সিলিন্ডার মজুদ ছিলো গোডাউনটিতে। এর মধ্যে ৫/৬ টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, কোন প্রকার অনুমোদন ছাড়াই ওখানে সিলিন্ডার মজুদ করে রিফিল করা হতো। তাদের কোন ফায়ার লাইসেন্সও ছিলো না। এখন বিস্ফোরক অধিদপ্তরের ওনারা এ বিষয়টি দেখবেন।