২৩ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস ও ক্লাস শুরু হচ্ছে। শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৬ এপ্রিল থেকে ক্লাস এবং ১৯ এপ্রিল থেকে অফিসসমূহ ৪ মে পর্যন্ত বন্ধ থাকে। ৪ ও ৫ সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে ৭ মে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, দীর্ঘদিনের ছুটি শেষে আগামীকাল বিশ্ববিদ্যালয় খুলবে। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।