প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাভারে অসহায় এক কৃষকের প্রায় সাড়ে ৩ বিঘা জমির পাকা বোরো ধান কেটে মাড়াই শেষে ঘরে পৌঁছে দিয়েছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভা্র উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া এলাকার অসহায় কৃষক বৃদ্ধ আবুল হাশেমের জমির ধান কাটেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে সংগঠনের অর্ধশত নেতা-কর্মী।
তীব্র তাপদাহ উপেক্ষা করেই এসময় নেতা-কর্মীরা ধান কেটে মারাই করে ওই কৃষকের ঘরে তুলে দেন। বিনা পারিশ্রমিকে ঘরে ধান তুলতে পেরে ঐ কৃষকসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।