‘হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড়চুপড় পরে না’ এমন মন্তব্য করে ‘পাঠান’ চলচ্চিত্রের আমদানির বিরুদ্ধে কথা বলেছিলেন ডিপজল।
শুধু তা-ই নয়, কালের কণ্ঠ’র সঙ্গে সাক্ষাৎকারে ডিপজল বলেছিলেন, ‘টেলিভিশনের হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে। হিন্দি সিনেমায় য্যামনে কাপড়চুপড় পরে অমনে আমগো দ্যাশে কাপড়চুপড় পরে না। অনেক পোলাপাইনরে আগেই নষ্ট করছে, এহন সিনেমা আমদানি কইরা নষ্ট করতাছে।’
ডিপজলের বক্তব্যসহ ‘পাঠান’ বিরোধিতা গুরুত্বের সঙ্গে ছেপেছে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া। আগামী শুক্রবার থেকে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। রবিবার বিকেলে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজের প্রতিক্রিয়া জানান।
ডিপজলের এই প্রতিক্রিয়াসহ দেশটির প্রভাবশালী দৈনিক আজ বড় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে শাহরুখের পোস্টার ও ডিপজলের ছবি ছাপা হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে নামি অভিনেতা বাংলাদেশে পাঠানের মুক্তির বিরোধিতা করছেন।
প্রতিবেদনে দেশে হিন্দি ছবির মুক্তির ‘বিরোধিতা’ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ও হিন্দি সিনেমা প্রসঙ্গে তার মন্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সে কথাও বলা হয়েছে। এ ছাড়াও ডিপজল মন্তব্য আকারে দেশি সিনেমার পক্ষে যেসব কথা বলেছিলেন, সেসবও তুলে ধরা হয়েছে।
রবিবার বিকেলে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেছিলেন, ‘তয় আমি মনে করি বাংলাদেশের মানুষ হিন্দি সিনেমারে এভোড করব। আর আমার মনে হয় আমগো প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা যায় নাই। উনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি হইতে দিব না। বাংলাদেশে এই ভাষার লিগা অনেক মানুষ শহীদ হইছে আর আইজ বিদেশি ভাষার ছবি এই দ্যাশে আইতাছে, এইটা মাইনা নেওন যায় না।’