আগামী ১৩ মে কলকাতায় যাচ্ছেন সালমান খান। তাঁকে স্বাগত জানানোর জন্য গোটা তিলোত্তমা প্রস্তুত। প্রায় ১৪ বছর পর কলকাতায় যাচ্ছেন অভিনেতা, সুতরাং ভাইজানের আগমনে গোটা কলকাতা হয়ে উঠবে আলোকিত। তাঁর সঙ্গে থাকবে কড়া নিরাপত্তাও।
গত বছর থেকেই বারবার মৃত্যুর হুমকি সলমনের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেই নিয়ে কড়া সতর্কতা জারি রেখেছে মুম্বাই পুলিশ। কলকাতায়ও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই থাকবেন সালমান। বহুদিন ধরেই সালমানের কলকাতায় যাওয়ার গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে এতবার তিনি খুনের হুমকি পেয়েছেন যে নানা কারণে সালমানের কলকাতায় যাওয়া পিছিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় যাচ্ছেন, ইস্টবেঙ্গল কর্মকর্তারা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
কলকাতায় গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সালমান। রাতে সালমানের অনুষ্ঠানে যোগ দেবেন অনেক বলিউড তারকা।
তার মধ্যে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরো অনেক তাবড়রা। তবে এখন আলোচ্য বিষয়, ঠিক কখন কলকাতায় যাবেন সালমান, এবং কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সল্লু।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্টবেঙ্গল মাঠে সালমানের ‘দাবাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। তবে সেই শোতে আর কী কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতেই হবে। এদিন কলকাতা ট্যুর নিয়ে নিজেই ভিডিও করে সালমান বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওই দিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…।’
‘দা-বাং, দ্য ট্যুর’-এর কিছু ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী সিনহা। তবে সালমানের কলকাতা শো-এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাঁদের কী কথা হয় আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন কলকাতা তথা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী। এমনটাই বলছে কলকাতার পত্রিকাগুলো।