অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আগামীকাল আন্ত: মন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে এবং দূর্যোগ মোকাবেলা বিষয়ে শনবিার (১৩ মে) সকালে আন্ত: মন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (১২ মে) বিকেলে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজর রাখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম এবং কক্সবাজারে ইতিমধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে।