সাভার পৌর এলাকার উলাইলে অবস্থিত প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও আন্দোলনকৃত শ্রমিকদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা দায়ের হওয়ায় সৃষ্ট সমস্যা নিরসনে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবে’র কামনা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
রবিবার (২১ মে) সকালে কারখানার কয়েকশত শ্রমিক সাভার উপজেলা কমপ্লেক্সে এসে জড়ো হয়ে উপজেলা চেয়ারম্যানকে তাদের বিভিন্ন সমস্যা ও ৫ দফা দাবী তুলে ধরেন।
উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব জানান, শ্রমিকরা তাদের বকেয়া বেতন, অনিয়মতান্ত্রিকভাবে ছাটাই ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আমি মালিক পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি। আশাকরি দ্রুত এ সমস্যা সমাধান হবে এবং শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগদান করবেন।
শ্রমিকরা অভিযোগ করেন তাদের বকেয়া বেতন দিচ্ছনা কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও কয়েক মাসের বেতন না দিয়ে শ্রম আইন না মেনে শ্রমিকদের টার্মিনেশন করা হয়। এসব বিষয় তুলে সম্প্রতি শ্রমিকরা আন্দোলন করলে কারখানা মালিকপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতি মাসের প্রথম সপ্তাহে সকল শ্রমিকের বেতনভাতা, ওভার টাইম প্রদানসহ মোট ৫টি দাবি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের সাথে দেখা করেছেন।