রাজশাহীতে বিএনপি’র নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার উপজেলা আওয়ামীলীগ।
সোমবার (২২ মে) বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপ্লেক্স থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পরে সাভার উপজেলার প্রধান ফটকের সামনে এসে নেতাকর্মীরা একটি প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে , সাভারের কোন ইউনিয়ন কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অবস্থান করতে না পারে। যেখানেই তাদের পাবেন সেখানেই তাদের প্রতিরোধ করবেন। তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সাভার উপজেলার এক ইঞ্চি মাটিতেও তাদের অবস্থান করার সুযোগ দিবো না আমরা। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই উত্তম মধ্যম দিয়ে বিতারিত করা হবে বলে হুশিয়ারী দেন তিনি। তিনি আরও বলেন নেত্রীর সুরক্ষায় আমরা আপোষহীন।
এসময় ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবকলীগ লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুবেল ইসলাম, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিনবাজার ইউপি চেয়ারম্যান রাকিব আহমেদ, কাউন্দিয়া সাবেক ইউপি চেয়ারম্যান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।