সাভারে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
জানাগেছে, গত বুধবার গোয়েন্দা পুলিশের একটি দল গভীররাতে পৌর এলাকার মজিদপুর মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইসরাফিল ও লিজা আক্তার নামে দুই মাদক ব্যবসয়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা মাদক গাজাঁ ও ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।