সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায়, গত বুধবার (২৪ মে) আশুলিয়া থানাধীন পানধোয়া বাজার এলাকা থেকে সোহেল জোতি চাকমা (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গোয়ান্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া আশুলিয়া সাভারসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত বিক্রয় করিয়া আসিতেছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।