সাভার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে অসহায় আদিবাসী পরিবারের মাঝে।
গতকাল শনিবার (২৭ মে) দুপুরে সাভার পৌর-এলাকার আড়াপাড়ায় শ্রী শ্রী জগৎবন্ধু মন্দির প্রাঙ্গণে অসহায় আদিবাসী পরিবারের মাঝে এসব উপহার তুলে দেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
আদিবাসী প্রতিটি পরিবারকে ২ বান ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরনকালে মঞ্জুরুল আলম রাজীব বলেন, যেসব আদিবাসী পরিবারের ঘরের সংস্কার প্রয়োজন এবং ঘর নেই তাদের সকল পরিবারকে পর্যায়ক্রমে ঘর সংস্কারের জন্য ঢেউটিন, আর্থিক সহায়তা ও নতুন ঘর দেয়া হবে।
এ সময় সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আদিবাসী পরিবারের লোকজনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।