সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার পটুয়াখালীসহ একাধিক স্হানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৮ মে) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, গত ৭মে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ইসলামী ব্যাংকের মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান ও নিরাপত্তারক্ষী নইমের কাছ থেকে ব্যাগে থাকা এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক বাদী হয়ে মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী থেকে জসীমকে এবং পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তিনু্যায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শিমুল ও তাওহীদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ লাখ ৬০ হাজার টাকার মধ্যে ১১লাখ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।