সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে ৭ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ।
রবিবার (২৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো বাবু (২৪), মহিউদ্দিন ময়না (৩৩), সাদ্দাম হোসেন (৩২), রবিন (২৬), সোহান (২০), জামাল (৩৫)। এসময় আটককৃতদের কাছে থাকা দেশীয় অস্ত্র সুইচগিয়ার, লোহার তৈরি চাকু, লোহার রড উদ্ধার করা হয়।
ঢাকা জেলা ডিবি পুলিশের ওসি রিয়াজুল ইসলাম বিপ্লব জানান, রবিবার রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন যাবত ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি ।