সাভারে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন থেকে সিএন্ডবি কলমা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে এ বিক্ষোভ মিছিল করে তারা। এসময় বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেলসহ স্হানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।