সাভারে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারি এডুকেশন কার্যক্রমের নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জানানো হয় পারফর্মেন্সের ভিত্তিতে সাভারের ১৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।
বুধবার (৩১ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে ৫০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন করে প্রতিনিধি নিয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, ‘এ বছর সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পারফরম্যান্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে। এর মধ্য সাভারে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে ওই পরিমাণ অনুদান। যা আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্রেও শিক্ষা খাতে এইরকম কোনো কর্মসূচি নাই। সাভার উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই বছরের প্রথম দিন বিনামূল্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাংলাদেশেই হয়।
এ সময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রানী বেগম, উপজেলা একাডমেী সুপারভাইজার মনোয়ারা আক্তারসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতিগণ উপস্থিত ছিলেন।