সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সম্পূর্ণ নতুন ভাবে যুক্ত ইকো কার্ডিওগ্রাফি কক্ষের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে এসময় তার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ১৮ জুন’২৩ ইং জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা’র সভাপতিত্বে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ইকো কার্ডিওগ্রাফি কক্ষের শুভ উদ্বোধন শেষে রোগীদের সেবায় পরীক্ষা নিরীক্ষার জন্য নতুন নতুন ডিজিটাল মেশিন সংযোজন হওয়ার বিষয় অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবায় আধুনিকায়ন সম্ভব হয়েছে। স্বাস্থ্য সেবায় সরকার যথেষ্ট পরিমান বরাদ্দ দেয়ায় রোগীরা ফ্রিতে সব ধরনের ঔষধ সামগ্রী পাচ্ছে, অল্প টাকায় পরীক্ষা নিরীক্ষা করাতে পারছে।
ডাঃ সায়েমুল হুদা বলেন, ইকো কার্ডিয়াক মেশিন, ডিজিটাল এক্সরেসহ অধিকাংশ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সহ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চিকিৎসা সেবা দেয়ার সুব্যবস্থা রয়েছে এখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।