নিজস্ব প্রতিবেদক: এস,এস,সি ৯৫ ব্যাচের উদ্যেগে সাভারে ডেঙ্গু মশা নিয়ন্ত্রনে জনসচেতনতা মুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৫ ব্যাচের শতাধিক সদস্য ও তাদের সন্তানেরা উক্ত র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় । সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা’র নেতৃত্বে র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডেঙ্গু মশা বিষয়ক সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকল শ্রেণী পেশার মানুষের নিজ নিজ উদ্দোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এডিস মশা নিয়ন্ত্রন সম্ভব। মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। এ জন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন আধার, যেমন, কাপ, টব, টায়ার, ডাবের খোসা, গর্ত, ছাদ ও ফ্রিজে আটকে থাকা পানি অপসারণ করতে হবে। তিনি ৯৫ ব্যাচে সদস্য ও স্বজনদের উদ্দেশ্যে বলেন আপনারা নিজ নিজ বাড়ির জমা পানি অপসারণ করুন পাশাপাশি প্রতিবেশীদেরকে ডেঙ্গু মশা সম্পর্কে সচেতন করুন।
আলোচনা সভায় বক্তব্যে অংশ নেওয়া ৯৫ ব্যাচের সদস্যরা এধরনের জনসচেতনতা মুলক সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিবেক, সঞ্জীব, পপি, উজ্জ্বল, সাইদুর, সীমা, সোমা, সপ্না, বাহার, নেসার, জাহিদ, ফিরোজ, কফিল, জসিম, বিপুল, বাবু, খোকন, মামুন, মূসার, রাজীব প্রমুখ।