নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৯ জুলাই) দুপুরে সাভারের হেমায়েতপুরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে শোভাযাত্রাটি হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে মঞ্জুরুল আলম রাজীব বলেন, আজকের এই শোভাযাত্রা থেকে আমাদের শপথ নিতে হবে, প্রত্যেক ঘরে ঘরে শেখ হাসিনার দুর্গ গড়ে তুলতে হবে। আর আগামী নির্বাচন সংবিধান সম্মত ভাবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ বাংলাদেশের মানুষ সহ্য করবে না। তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পরদিন থেকেই বিএনপি জামাতের ঘুম নেই। কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত উন্নয়ন কাজ ব্যহত করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশের উন্নয়নকামী জনগনের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও এদেশে সরকার গঠিত হবে।
শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ প্রমুখসহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।