নিজস্ব প্রতিবেদকঃ সাভার পৌর এলাকার উলাইলে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আহম্মদ আলীর ছেলে এহসান উল্লাহ’র বিরুদ্ধে। এতে এলাকার অন্তত ৩০টি পরিবারের ভবন ও একমাত্র চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা মিলছে না।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
অভিযোগকারী মোহাম্মদ নজরুল অভিযোগ করে বলেন, অনেক কষ্ট করে জমি ক্রয় করেছি। পৌরসভার সকল নিয়মনীতি অনুযায়ী সুন্দর সুশৃঙ্খল পরিবেশে স্বপ্নের বাড়ি বানাবো। কিন্তু প্রতিবেশি এহসানউল্লাহ তার জমির সীমানা ঘেঁষে রাজউক নকশা অনুমোদন ছাড়াই চলমান রাস্থার উপর বারান্দা বাড়িয়ে ভবন নির্মাণ করছেন। পৌরসভার নিয়ম অনুযায়ী চারিদিকে ৩ ফুট করে চারপাশে জমি ফাঁকা রেখে ভবন নির্মাণ করার বিধান থাকলেও, ভবন মালিক এহসানউল্লাহ তা মানছেন না। পৌরসভার নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, বিল্ডিং কোড না মেনে অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছেন। তিনি বলেন, ওই ভবন নির্মাণের কারণে এলাকায় বসবাস ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ওই ভবনের পানি ও পয়োঃনিষ্কাশনের পাইপ আমাদের জমির উপর দিয়ে এবং বৃষ্টির পানি, ভবনের ছাদের পানি ও কার্ণিশের সমস্ত পানি আমার জমির উপর পড়ে ভবনের ক্ষতি সাধন করছে। অভিযুক্ত ভবন মালিক এহসানউল্লাহকে বারবার বলা হলেও তিনি কারো কথা শুনছেন না।
ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, এ বিষয়ে সাভার পৌরসভা মেয়রের কাছে লিখিত অভিযোগ করে সমস্যার সমাধান হয়নি বরং অভিযোগ দেওয়ার কারণে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের মালিক এহসানউল্লাহ আমাদের প্রায়শই প্রাননাশের হুমকি দিচ্ছেন।
ভুক্তভোগী মোহাম্মদ জসিম বলেন, আমাদের ৩০টি পরিবারের ক্ষতিগ্রস্থ ভবন ও চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত এবং নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ ও ভবন মালিক এহসানইল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। ওই অবৈধ ভবনের নির্মাণ কাজ বন্ধ করার জন্য লিখিত এবং মৌখিকভাবে একাধিকবার সাভার পৌরসভা, সাভার উপজেলা নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার বিভাগ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। কেউই সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে অভিযুক্ত এহসানউল্লাহ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলমান রাস্তার উপর ভবনের বাড়তি অংশ বারান্দা ভেঙ্গে দিবেন। তবে কবে ভেঙ্গে দিবে জানতে চাইলে, তিনি বলেন সময় হলে দেখো যাবে।
ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর দাবি, যখন ভবন নির্মাণ করেন তখনই আমরা বিষয়টি বলি যে আপনারা নিয়ম মেনে ভবন নির্মান করুন। আমাদের একটাই দাবি জায়গা মেপে তাদের জায়গাতে ভবন নির্মাণ করুক আমাদের কোন আপত্তি নেই। কিন্তু অনিয়ম করে এলাকাবাসীদের ক্ষতি করা যাবে না। ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।