নিজস্ব প্রতিবেদক: সাভারে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। চাঁদাবাজদের হুমকির মুখে ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার।
সাভার মডেল থানায় দায়েরকৃত সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার ব্যবসায়ী আলমগীর হোসেন মাখন (৪৮) দক্ষিণ দরিয়ারপুর মৌজায় ৩ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে সেমিপাকা টিনসেড ঘর নির্মান করে। সম্প্রতি এলাকার সন্ত্রাসী প্রকৃতির ফালান মিয়া ফালু ব্যবসায়ী আলমগীর হোসেন মাখনকে বিবাদী ফালু বিভিন্ন সময় মোবাইল ফোনে চাদাঁ দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে। বাদী আলমগীর শংকিত হয়ে জানমালের রক্ষায় ৩ আগষ্ট’২৩ইং সাভার মডেল থানায় সাধারন ডায়েরী (নং-২৩৪) করে। সাভার মডেল থানা পুলিশ জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।