নিজস্ব প্রতিবেদকঃ
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালে’র ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে শনিবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে একটি আলোচনা সভা ও বৃক্ষ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী তপন কুমার বৈদ্য, উপজেলা সমাজের সেবা কর্মকর্তা শিবলী জামান, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।