নিজস্ব প্রতিবেদকঃ সাভারে জমি ভাড়া নিয়ে শেড গ্রুপের মালিকানাধীন শেড ইন্ডাষ্ট্রিয়াল পার্ক আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামে। এ ঘটনায় শেড গ্রুপের মালিক ভুক্তভোগী সঞ্জয় বাড়ৈ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে সঞ্জয় বাড়ৈ জানান, ২০২২ ইং সালের সেপ্টেম্বর মাসে তার প্রতিষ্ঠানে কর্মরত ডা. জাহাঙ্গীর আলম এবং মাসুদ আহমেদকে মাসিক ৮০হাজার টাকা মৌখিক চুক্তিতে ভাড়া দেই। ভাড়া নেওয়ার পর থেকেই আমার প্রতিষ্ঠান আত্মসাতের পায়তারা শুরু করে তারা। তাদের কার্যক্রমে আমার সন্দেহ হলে আমি তাদেরকে তাদের মালামাল নিয়ে আমার প্রতিষ্ঠান ছেড়ে দিতে বললে তারা টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা আমার প্রতিষ্ঠানের শেড ইন্ডাষ্ট্রিয়াল পার্কের সাইনবোর্ড নামিয়ে জিএম ল্যাবরেটরীজ নামের একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এমন অবস্থায় আমি আমার প্রতিষ্ঠানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে হুমকি দিয়ে বলে আমি যদি পূণরায় আমার প্রতিষ্ঠানে যাই তাহলে তারা আমাকে জানে মেরে ফেলবে। আমার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিকেও তারা হুমকি প্রদান করে। এমন অবস্থায় তিনিসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।
তদন্তকারী কর্মকর্তা ভবানীপুর পুলিশ ফাড়ির ইনচার্য মুখলেছুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত আভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।