নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভারে অটো রিকসা চুরি করার সময় দুই চোরকে হাতেনাত ধরে পুলিশে সোপর্দ কছে স্থানীয় জনতা।
শনিবার দুপুরে সাভার পৌর এলাকার সাব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাস্টার চাবি উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে কামাল (৪১) ও মোতালেব (৬০) । কামালের বাড়ি ভোলা জেলায় ও মোতালেবের বাড়ি বরিশাল জেলায়। তারা এরআগেও অটো রিকসা চুরি করার কথা স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল ও মোতালেব ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে ও অটো রিকসা চুরি করার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে জিজ্ঞেসা করলে তারা অটো রিকসা চুরির সাথে জড়িত বলে স্বীকার করে।
পরে স্থানীরা সাভার মডেল থানায় ফোন করলে এসআই হারুন মিয়া ঘটনাস্থলে এসে উল্টো স্থানীয়দের সাথে খারাপ আচরন করেছে বলে অভিযোগ উঠে।
একপর্যায়ে পুলিশ অটো রিকসা চোর কামাল ও মোতালেব গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।