নিজস্ব প্রতিবেদকঃ সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে সাভার উপজেলা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবনী ও বর্তমান বাংলাদেশ নিয়ে আলোচনা করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
মূখ্য আলোচক মঞ্জুরুল আলম রাজীব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র্র পেতাম না। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের একটি পতাকা আছে, আমাদের একটি মানচিত্র আছে। আজ আমরা বিশ্বে মাথা উচুঁ করে পরিচয় দিতে পারি আমরা বাঙ্গালী জাতি। তিনি আরও বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করে আমাদের দেশের কল্যানে কাজ করে এগিয়ে যেতে হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রবি খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং সহস্রাধিক লোকের মাঝে খাবার বিতরন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রঞ্জিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব সহ সাভার উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।