1. kazibiplop.jp42@gmail.com : admin :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিএমপির নবনিযুক্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুর রহমান সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন সাভারে ফ্যান্টাসি কিংডমে এসকে মেশিনারিজের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত দৈনিক সংবাদ প্রবাহ ডট কম অনলাইন পোর্টালের যাত্রা শুরু অভিযানে রাজউক কর্মকর্তাদের ওপর চড়াও হন যমযম হাউজিংয়ের পালিত সস্ত্রাসীরা বনগাঁয়ে আ’লীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ মোবাইলে ডাটা ব্যবহারকারীদের জন্য নতুন প্যাকেজ নির্ধারণ দেশের উন্নয়নে আ’লীগ সরকারের বিকল্প নেই: এ্যাড কামরুল ইসলাম ঢাকা-১৯ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা করলেন সাইফুল ইসলাম

সাভারে জমি দখলে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরন ও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করেছে জমজম বিল্ডার্স

সাভার বার্তা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৮০ জন পড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে স্থানীয়দের ধাওয়ার মূখে জমি দখলে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে জমজম নূর বিল্ডাস নামের একটি আবাসন কোম্পানির সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার সাভারের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারী খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্থায়ী সিমানা প্রাচির নির্মান শুরু করে জমজম নূর বিল্ডার্স। এলাকাবাসী দখলারদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানার এসঅই মোখলেছুর রহমান ঘটনাস্থলে আসলে দখলদাররা তাকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে দখলদার জমজম নূর বিল্ডার্সের সন্ত্রাসী বাহিনী ৪টি হাতবোমা বিস্ফোরন ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস বলেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩শতাংশ জমি জমজম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকডিও মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এবিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

সাভারের বলিয়ারপুর, যাদুরচর, চান্দুলিয়া, হেমায়েতপুর, জয়নাবাড়ী, মধুরচর ও মেইটকাসহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ বামনী খাল। সেই খালের পানি প্রবাহ বন্ধ করে খালটি ভরাট করছে জমজম নূর বিল্ডার্স।

সরেজমিন দেখা যায়, খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে জমজম নূর বিল্ডার্স। এদিকে খালের শেষদিক দখলের অভিযোগ রয়েছে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএ হাউজিংয়ের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠান বালু ফেলে খাল ভরাট করে প্লট বিক্রয় করছে।

 

জমজম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, এগুলোসব আমাদের জমি। আমাদের জমিতে আরা সীমানা প্রাচির দিচ্ছি। সন্ত্রাসী নিয়ে গুলিবর্ষন ও হাতবোমা বিস্ফোরনের বিষয়ে বলেন আমরা গুলি কিংবা হাতবোমা বিস্ফোরন ঘটনাইনি। পাশের একটি ভবন থেকে মেরেছে।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই এখন জমিতে কেউ আসতে পারবে না। কোন সীমানা প্রাচিরও দিতে পারবেনা যে পর্যন্ত কোন সমাধান হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved ©2014 - 2023 Savarbarta24.com
Desing BY Mutasim Billa