নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক প্যানেল মেয়র ও পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু। গতকাল সকালে বৃহস্পতিবার বিকালে সাভার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী সাভার পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়নাল হক নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, নামা গেন্ডা এলাকায় তার ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তার রাজনৈতিক প্রতিপক্ষ জবরদখলের অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগ দেয়। যাহা সম্পুর্ন মিথ্যা ও ভুয়া অভিযোগ দাবি করে তিনি প্রকৃত সত্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের আহবান জানান। এসময় তিনি বলেন, স্হানীয় একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা এলাকার সকলেই অবগত রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। একটি মহল আমাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমান, সিনিয়র সদস্য শাহীন আলম, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজমসহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।